পরিবার পরিকল্পনা কেন্দ্র ০৫ নং জাটিয়া ইউনিয়ন পরিষদে অবস্থিত। তারা জন্মনিয়ন্ত্রন এর পাশাপাশি স্বাস্থ্য সেবা দিয়ে থাকে। জন্ম নিয়ন্ত্রন তিনটি পদ্ধতিতে সেবা দিয়ে থাকে ০১ স্বল্প মেয়াদী পদ্ধতি মধ্যে রয়েছে সুখী খাবার বরি, কন্ডম, দীর্ঘ মেয়েদী পদ্ধতির মধ্যে রয়েছে আই ই ডি, ইমপ্লান। স্থায়ী পদ্ধতির মধ্যে আছে মহিলাদরে জন্য টিউবেকটমী আর পওরুষদের জন্য রয়েছে ভাসেকটমি। এর পাশাপাশি গর্ভবতি মহিলাদরে চেকআপ সহ আই রন ও ক্যালসিয়াম প্রদান করে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস